ফেনী প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫, ০৫:১৬ পিএম
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির জেলা কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।
তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শাসকগোষ্ঠী নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে যুব সমাজকে ব্যবহার করেছে। বই, খাতা ও কলমের বদলে তাদের হাতে তুলে দিয়েছে মাদক ও অস্ত্র। ২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণ আশাবাদী হয়েছিল, এবার হয়তো কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে, একটি বৃহৎ রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই দলীয় দ্বন্দ্বে দেড় শতাধিক নেতাকর্মী খুন হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা ভাগ-বাটোয়ারার লোভে নিজ দলের কর্মীর চেহারা বিকৃত করতে দ্বিধা করে না, তারা ক্ষমতায় গেলে দেশের চেহারাও বিকৃত করে ফেলবে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করে প্রকৃত জনপ্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে হবে, যাতে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে।”
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আব্দুর রহমান গিলমান, কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান শাখার কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মীর আহমেদ মীরু, দুবাই শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা কবির আহমদ পাটোয়ারী, সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব সাইফুদ্দিন শিপন, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি আলী আহমেদ ফোরকান।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি আতাউল্লাহ কবীর ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকী।
ইএইচ