Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৩, ০২:৫০ পিএম


স্কুলছাত্রীকে ইভটিজিংয়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নিজাম উদ্দিন (৩৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ অক্টোবর) সকালে তাকে মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ডেজী চক্রবর্তী।

সাজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন(৩৬) মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকার গেদু মিয়ার ছেলে।

জানা যায়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে তাকে ওই যুবক হাত ধরে টান দিলে মেয়েটি চিৎকার করে উঠে। চিৎকার শুনে এলাকাবাসী ওই বখাটে যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে মারধর করে। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী এসে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেজী চক্রবর্তী বলেন, দণ্ডবিধি ৫০৯ ইভটিজিং ধারায় স্কুলছাত্রীকে হাত ধরে, এর আগেও সে একাধিকবার এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে জানতে পেরেছি। যে কারণে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এআরএস

Link copied!