Amar Sangbad
ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০

কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৩, ০৩:১৪ পিএম


কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যালি, ঘোষণাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।

‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলার আয়োজনে সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে, কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাম্বাসেডর ডা. শফিকুল ইসলাম বাবু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড় বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, বন্ধু ফোরামের সেক্রেটারী কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা আ.লীগের সদস্য নয়ন দাশ।

দিবসের ঘোষণাপত্র পাঠ করেণ পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর সাংবাদিক হাফিজুর রহমান শিমুল। 

দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে ২০১৭ সাল থেকে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেণ পিএফজি গ্রুপের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিল্পী, কবি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা।

এআরএস

Link copied!