Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে আনসার ক্যাম্প উদ্বোধন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

অক্টোবর ১৩, ২০২৩, ০৩:০০ পিএম


কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে আনসার ক্যাম্প উদ্বোধন

আমরা কৃষিতে পার্বত্য এলাকার পাহাড়কে বদলে দিতে চাই বলে মন্তব্য করছেন গাজীপুরে অবস্থিত বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরই) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। তিনি বলেন, কাপ্তাই রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে বছরের পর বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে এই অঞ্চলের কৃষকরা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন কৃষি সেক্টরে।

আজ শুক্রবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত আনসার ক্যাম্প উদ্বোধন এবং বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল ও সবজির চারা/ কলম এবং বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএআরই’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমেদ চৌধুরী এবং কফি ও কাজু বাদাম গবেষণা সম্প্রসারণ প্রকল্পের বারি অংগের  প্রকল্প সমন্বয়ক ড. আলতাফ হোসেন। এসময় বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কাপ্তাই, রাজস্থলী এবং রাঙ্গামাটি সদর উপজেলার ৬০ জন কৃষককে বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল ও সবজির চারা/কলম এবং বীজ বিতরণ করা হয়।

এআরএস

Link copied!