ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

অপরিকল্পিত খাল খননে ভাঙনের মুখে বসতবাড়ি-রাস্তা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৩, ০৬:২৯ পিএম

অপরিকল্পিত খাল খননে ভাঙনের মুখে বসতবাড়ি-রাস্তা

ঢাকার ধামরাইয়ে অপরিকল্পিতভাবে খাল খননের ফলে সরকারি রাস্তাসহ বসতবাড়ি ভেঙে বিলিন হওয়ার পথে। এতে করে আতঙ্কে দিন কাটাচ্ছে খালের দুইপাড়ে বসবাসকারি কয়েকটি পরিবার। এছাড়া আধাকিলোমিটার একটি সরকারি রাস্তা ভেঙে বিলিন হওয়ার পথে। ঠিকাদারের খামখেয়ালি করে খাল খননে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে সাব ঠিকাদার আব্দুল হালিম  বলছেন, খাল খনন কাজে তার কোন গাফলতি ছিল না।

এলাকাবাসীর অভিযোগ, ধামরাইয়ের সুয়াপুর বাজার থেকে গোপীনাথপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার সরকারি কাচা রাস্তা রয়েছে। এ রাস্তার পূর্ব পাশ দিয়েই রয়েছে একটি খাল ও অর্ধশত বসতবাড়ি। গত জানুয়ারি মাসে সুয়াপুর বাজারের দক্ষিণ পাশে খালের ওপর নির্মিত সেতুর মুখে ও গোপীনাথপুর এলাকায় খালের অপর প্রান্তের মুখে বাঁধ দিয়ে ঠিকাদার রাস্তা ও বসতবাড়ি ঘেঁষে অপরিকল্পিতভাবে ভেকু মেশিন দিয়ে খাল খনন করেএবং খালের মাটি বিক্রি করেন। সম্প্রতির টানা বৃষ্টিতে ১০০ মিটার কাচা রাস্তা ভেঙ্গে খালে বিলিন হয়ে যায়। এতে ওই রাস্তা দিয়ে রিকশা-ভ্যান চলাচলও বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আজিজুল হক আইনজা ও মনো মিস্ত্রীসহ কয়েক ব্যক্তির বসত বাড়ি আংশিক ভেঙ্গে হুমকির মুখে পড়েছে। এছাড়া অন্যান্য বসতবাড়িও হুমকির মুখে পড়েছে।

এ ব্যাপারে গোপীনাথপুর গ্রামের ছফুর উদ্দিন, কফিল উদ্দিনসহ একাধিক ব্যক্তি বলেন, অপরিকল্পিতভাবে খাল খননের ফলে রাস্তা ও বসতবাড়ি ভেঙে যাচ্ছে। তাদের দাবি, দ্রুত ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অপূরণীয় ক্ষতি হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারি মাসে ঢাকা জেলা প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে ২৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে ধামরাই উপজেলার সুয়াপুর বাজার থেকে ভাদালিয়া পর্যন্ত খাল খননের কাজ পান সাজ্জাদ হোসেন নামে এক ঠিকাদার। তার সাব ঠিকাদার হিসেবে খাল খনন করে সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনের ছেলে আবদুল হালিম।

এ ব্যাপারে সুয়াপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য সফিকুল ইসলাম বলেন, ২০ থেকে ২৫ বছর আগে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে সুয়াপুর বাজার থেকে গোপীনাথপুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মিত হয়। এ রাস্তা দিয়ে ধামরাইয়ের সুয়াপুর, শিয়ালকুল, গোপীনাথপুর, সিংগাইরের ফাড়িরচর, জয়নগর, ইরতা, বার্তা, তালতলা, ইসলামনগরসহ ১৫ থেকে ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ ও স্কুল-কলেজ সহ হাটবাজারে চলাচল করে আসছেন। কয়েক মাস আগে অপরিকল্পিতভাবে খাল খননের ফলেই বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে গত এক সপ্তাহ রিকশা-ভ্যান চলাচল বন্ধ ছিল। ফলে শত শত মানুষ দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে খাল খননের সাব ঠিকাদার আব্দুল হালিম বলেন, উপজেলা প্রশাসন থেকে যেখান দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছিল, সেখান দিয়েই খাল খনন করা হয়েছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে পড়েছিল। গত শনিবার কয়েক ট্রাক মাটি ফেলে রিকশা-ভ্যান চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব বাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে সেই জায়গাও সরকারি জমি বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মনিরুল হক বলেন, রাস্তাটি ভেঙ্গে যাওয়ার বিষয়টি আমাকে কেউ কিছু জানায়নি। তবে খোঁজখবর নিয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এ বিষয়ে সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Link copied!