ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
কমিউনিটি ক্লিনিক নেই

স্বাস্থ্যসেবা বঞ্চিত আড়াছড়ির ১৫০ পরিবার

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)

নভেম্বর ১০, ২০২৩, ১২:১৯ পিএম

স্বাস্থ্যসেবা বঞ্চিত আড়াছড়ির ১৫০ পরিবার

রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অতি দূর্গম পাড়া আড়াছড়ি। কাপ্তাই উপজেলা সদর থেকে দুর্গম এ আড়াছড়ি পথ পাড়ি দিতে হয় প্রায় ১২ কিলোমিটার। তৎমধ্যে নৌপথ এবং হাঁটা পথ ছাড়া ওই পাড়াতে পৌঁছানোর বিকল্প কোন মাধ্যম নেই। উঁচু নিচু পাহাড় বেষ্টিত এই আড়াছড়ি পাড়াতে মারমা, তনচংগ্যা, চাকমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ১৫০ টি পরিবার বসবাস করে। তবে দুঃখের বিষয় এই দুর্গম আড়াছড়ি পাড়াতে পরিবারগুলোর জন্য নেই কোন কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যসেবা ব্যবস্থা। পাড়াটির বাসিন্দারা দিনের পর দিন স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়ে আসছে।

সম্প্রতি আড়াছড়ি পাড়াটিতে গিয়ে কথা হয়, আড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্থানীয় বাসিন্দা নয়ন তনচংগ্যার সঙ্গে।

তিনি জানান, দূর্গম আমাদের এই গ্রামে স্বাস্থ্যসেবার জন্য নেই কোন সরকারি বেসরকারি কমিউনিটি ক্লিনিক। আমরা সব রকমের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমাদের গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা অত্যন্ত জরুরি।

আড়াছড়ি এলাকার বাসিন্দা জীবন বিকাশ তনচংগ্যা ও চিচি মং মারমা বলেন, এলাকার কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমাদেরকে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে পায়ে হেঁটে এবং ইঞ্জিনচালিত বোটযোগে কাপ্তাই নতুন বাজারে কোন চিকিৎসকের কাছে যেতে হয় ৷ আবার কেউ কেউ আরোও ৮ কিমি. সড়ক পথে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নেয়৷ যদি প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য আমাদের গ্রামে কোন ক্লিনিক থাকতো তাহলে আমাদের এই কষ্টটা হতো না।

তাছাড়া বর্ষা মৌসুমে রাস্তার অবস্থা এতই নাজুক থাকে যে, হেঁটেও যাওয়া সম্ভব হয়না।

চিৎমরম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ তনচংগ্যা এবং ৩৩৬ নং আড়াছড়ি মৌজার ভারপ্রাপ্ত হেডম্যান চিকনধন তনচংগ্যা বলেন, কোন কারণে যদি কোন গর্ভবতী মহিলা বা বৃদ্ধ লোক হঠাৎ কোন অসুখে পড়ে যায় তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা দেবার জন্য তাদেরকে দূর্গম পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারিনা। কারণ উঁচু নীচু পাহাড় বেয়ে এইসব রোগীদের নেওয়া কষ্টসাধ্য। এই মূহুর্তে এই দূর্গম এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা অতীব জরুরি। যাতে এলাকাবাসী অত্যন্ত প্রাথমিক সেবাটুকু পাই।

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, এই পাড়াতে একটি কমিউনিটি ক্লিনিক অনেক বেশি প্রয়োজন। আমি এবিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই।

এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, এই এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত এর জন্য অবশ্যই কমিউনিটি ক্লিনিক জরুরি। তবে এলাকাবাসি যদি আবেদন করে তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে এই আবেদনটি পাঠাবো।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, সরকার প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করতে চাই, তবে এলাকার কেউ যদি ৮ শতাংশ জমি দেন, তাহলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওই এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

এআরএস

Link copied!