Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

ছাগল জবাই করে মাংস ও চামড়া নিয়ে গেল চোরে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৩, ০৭:২২ পিএম


ছাগল জবাই করে মাংস ও চামড়া নিয়ে গেল চোরে

যশোরের অভয়নগরে গোয়াল থেকে ছাগল চুরির পর জবাই করে মাংস ও চামড়া নিয়ে গেছে দুবৃত্তরা। 

সোমবার (১৩ নভেম্বর) ভোররাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘঠে। থানায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

চুরি হওয়া ছাগলের মালিক বাগদাহ গ্রামের আজিজ মুন্সির ছেলে কামরুল মুন্সির বলেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের দরজা খোলা এবং দুটি খাঁসি ছাগল নেই। পরে দেখি গোয়ালে থাকা ছাগলের খাবারে ঝুঁড়িতে ভুড়ি রেখে গিয়েছে চোরচক্র। গোয়াল ঘরটিতে ছাগলের ভূড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। রাতে ছাগলদের খাবার দিয়ে ঘরে শুয়ে পড়ি। আমার ১৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

প্রতিবেশী মোস্তফা কামাল বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। গাজীপুর ক্যাম্পের আইসি আনিসুর রহমান আনিছ এসে তদন্তের কাজ করেছে। এর আগে এলাকা থেকে কয়েটি ছাগল ও কোটা গ্রাম থেকে দুইটি ছাগল জবাই করে ভুড়ি রেখে মাংস ও চামড়া নিয়ে পালিয়ে যায় চোরচক্র। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই চোরচক্রকে ধরতে পুলিশের দুটি টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরএস
 

 

Link copied!