Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

চট্টগ্রামে ৬ তলা ভবন হেলে পড়েছে

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৫, ২০২৩, ০৮:২৩ পিএম


চট্টগ্রামে ৬ তলা ভবন হেলে পড়েছে

চট্টগ্রাম নগরের রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। ভবনটি পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে গিয়ে ঠেকেছে। 

এ তথ্য নিশ্চিত করছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। 

তিনি জানান, সন্ধ্যায় বায়েজিদ রৌফাবাদে একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে ৩টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় থানার সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হেলে পড়া ভবনের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের একটি নালা খনন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভবনটি হেলে পড়েছে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বলেন, খোরশেদ ম্যানসন নামে ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি  ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটিসহ আশেপাশের ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি। হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।

আরএস

Link copied!