Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

নবীনগরে অটোরিকশা যত্রতত্র পার্কিংয়ে জনদুর্ভোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৩, ০১:১৭ পিএম


নবীনগরে অটোরিকশা যত্রতত্র পার্কিংয়ে জনদুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রধান প্রধান সড়কসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে ব্যাটারি চালিত ইজি বাইকের অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে যত্রতত্র পার্কিংয়ের মাধ্যমে যানজট সৃষ্টি করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরজমিনে গিয়ে জানা যায়, নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গরা বাজার,বটতলী বাসস্ট্যান্ড, জিনদপুর বাসট্যান্ড, কোনাঘাট মোড়, পৌর শহরের ডাকবাংলো মোড়, ঘোষের ঘরের মোড়, বড় বাজারের মোড়সহ ইউনিয়ন পর্যায়ের শিবপুর বাজার সি এন জি স্ট্যান্ডের মোড়, শ্যামগ্রাম বাজার মোড়, শ্রীঘর বাজার মোড়, সলিমগঞ্জ বাজার মোড়, মানিকনগর বাজার মোড় জীবনগঞ্জ বাজার মোড়ে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক ব্যাটারি চালিত ইজি বাইকের চালকরা তাদের ইজিবাইকগুলোতে যাত্রী উঠানামা করাসহ অযথা যত্রতত্র পার্কিং করে ঘন্টার পর ঘন্টা যানযট লাগিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে।

এতে করে চিকিৎসা সেবাসহ জরুরি কাজে যাওয়া স্কুল কলেজের শিক্ষার্থী, যাত্রী সাধারণ প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বিভিন্ন সময় দূর্ঘটনা ঘটে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে।

এবিষয়ে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া সলিমগঞ্জের মজনু মিয়া, ঢাকায় জরুরি কাজে যাওয়া রছুল্লাবাদের রাকিব, জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কুমিল্লা যাওয়া ইব্রাহিমপুরের রফিকুল, বাঞ্চারামপুর থেকে নবীনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজিরা দিতে যাওয়া সুজন মিয়াসহ আরো অনেকে জানান, আমরা জরুরি কাজে নিজেদের কাজে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত ব্যাটারি চালিত ইজি বাইক যত্রতত্র দাঁড় করিয়ে রেখে যানযট সৃষ্টি করায় দূর্ভোগ পোহাতে হচ্ছে, এতে আমরা পরিত্রাণ চাই।

এগুলো যেন বিভিন্ন মোড় থেকে একটু দূরে পার্কিং করে এধরণের পদক্ষেপ নেয়ার দাবি জানাই। এছাড়া অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে আমরা বিভিন্ন সময় দূর্ঘটনার কবলে পড়াসহ স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা ইভটিজিংয়ের স্বীকার হচ্ছে।এ থেকে আমরা পরিত্রাণ চাই।

এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, উপজেলার যানযট নিরসনে আমরা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছি। অপ্রাপ্তবয়স্ক চালকদের সর্তক করে তাদের পরিবার পরিজনদেরও জানিয়ে দেয়া হয়েছে। সবাই একটু সচেতন হলে আমরা অচিরেই যানযট নিরসন করতে পারব।

এইচআর
 

Link copied!