Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

চৌগাছায় স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মনিরুল ইসলামের নির্বাচনী পথসভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৩, ০৯:১৭ পিএম


চৌগাছায় স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মনিরুল ইসলামের নির্বাচনী পথসভা

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জনতার মনোনীত স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদসদস্য অ্যাড.মনিরুল ইসলাম মনিরের ট্রাক প্রতিকের পথসভায় চৌগাছা উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে যশোর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামীলীগের অফিসের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন অ্যাড. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় অ্যাড. মনির বলেন, আমি সংসদসদস্য থাকা কালিন সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আমার নির্বাচনী এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। আমি যখন সংসদসদস্য ছিলাম না তখনো জনগণের সাথেই ছিলাম। আমি আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সুখে দুঃখে আপনার পাসে থাকার চেষ্টা করেছি। আমি সংসদ সদস্য থাকাকালে নেত্রী শেখ হাসিনার কল্যাণে চৌগাছায় অসংখ্য স্কুল, কলেজ, মদ্রাসা, মসজিদ মন্দির, সড়কে উন্নয়ন হয়েছে।  ৭ জানুয়ারি  ট্রাক প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ করে তিনি বলেন, আমি আপনাদের সাথে ছিলাম, এখনো আছি ভবিষ্যতেও থাকবো।

উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভপতি এবিসিদ্দিক মন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, ঝিকরগাছা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুসা মাহামুদ, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, পৌর আওয়ামীলীগের সাধারণ গ্রেপ্তার আব্দুল মজিদ, যশোর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম প্রিন্স, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, ক্রীড়া সম্পাদক খালেদুর রহমান টিটো, দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম রিংকু, গ্রন্থ সম্পাদক শামীম উদ্দীন, সদস্য ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সিএমআইটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, নারায়ণপুরইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শারজান দেওয়ান, যুগ্ম আহবায়ক আব্দুল করিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি এই আসনের অধিকাংশ নেতা-কর্মী ও ভোটারদের কাছে অপরিচিত। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক  নিয়ে এবার ভোটের মাঠে শক্ত  অবস্থানে আছেন  সাবেক সফল সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম। ফলে এবারের চিত্র একটু ভিন্ন হবে।  যে কারনে উপজেলা অওয়ামীলীগের শীর্ষ নেতারা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাড মনিরুল ইসলামের পক্ষে। এছাড়া ঝিকরগাছা আওয়ামীলীগের নেতারাও ট্রাক প্রতিকের প্রার্থী অ্যাড. মনিরের সাথেই প্রচারণা চালাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কবির হোসেন, মহিলা যুবলীগের সহ-সভাপতি রিপা ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  ধুলিয়ানী ইউনিয়নের সাধারাণ সম্পাদক মাষ্টার ফারুখ হোসেন, ফুলসারা উনিয়নের সভাপতি জিয়াউর রহমান ঢালী, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, বিশারত আলী, জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কবির উদ্দীন, ইউপি সদস্য কামাল হোসেন, নাসির উদ্দীন, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি খালেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর আলীসহ উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক নেতা-কর্মী ।

আরএস
 

Link copied!