ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৩, ০৪:০০ পিএম

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
ছবি: ফাইল

মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে  রিফাত আহমদ (১৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রিফাত উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত্যুর খবরে পরিবারে  শোকের মাতম চলছে।

জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত আহমদ প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় পল্লী বিদ্যুতের মূল খুঁটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে তার চাচা ফুলতলা বাজারের ব্যবসায়ী ইউসুফ উদ্দিন জানান, সন্ধ্যার পর রিফাত তার সহপাঠীদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বলেন, রিফাতের মৃত্যুতে পুরো এলাকার শোকের ছায়া নেমে এসেছে। ব্যাডমিন্টন খেলতে গিয়ে আর যেন কারো এমন মৃত্যু না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

জুড়ী থানার ওসি এস.এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা  হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এআরএস

Link copied!