Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

পর্যটক ছিনতাইয়ের ঘটনার স্পটে থাকা ৫ ঝুপড়ি উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৩, ০৮:১৮ পিএম


পর্যটক ছিনতাইয়ের ঘটনার স্পটে থাকা ৫ ঝুপড়ি উচ্ছেদ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ঘটে যাওয়া সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনার পর ওই এলাকার আশে পাশের ৫ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। ধারণা করা হচ্ছে, এসব ঝুপড়ি দোকানে অবস্থান করে ছিনতাইয়ের পরিকল্পনা করা হত।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেনের নির্দেশে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে লাবনী পয়েন্টের ছাতা মার্কেট থেকে কাসুন্দি রেস্তোরাঁর বিপরিত দিকে গড়ে ওঠা ৫ ঝুপড়ি উচ্ছেদ করেন। তারপর পরই এসমস্ত এলাকায় বকাটে ও ছিনতাইকারীদের দেখা যাচ্ছে না।

পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, কয়েকদিন যাবত পর্যবেক্ষণ ও গতকাল ঘটে যাওয়ার পর এসমস্ত এলাকায় বকাটে ও ছিনতাইকারীদের অবস্থান বেরিয়ে আসে। তারপরেই জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

আরএস

Link copied!