Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪,

জয়পুরহাটে অবৈধভাবে ধান মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:৪৫ পিএম


জয়পুরহাটে অবৈধভাবে ধান মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটে অবৈধভাবে ধান মজুত করার অপরাধে মেসার্স মাহাবুব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার, খাদ্য ও সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে জয়পুরহাট সদর থানাধীন শুকতাহার মোড় এলাকায় অবৈধভাবে ধান গুদামজাত করায় মেসার্স মাহাবুব ট্রের্ডাসের স্বত্বাধিকারী লেছান আলী মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও অতিরিক্ত দায়িত্ব জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক, জয়পুরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
অরুণ কুমার প্রামাণিক।
ইএইচ

Link copied!