Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

সংসদীয় কমিটির সভাপতি হলেন সাবেক রাষ্ট্রপতিপুত্র

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৪:৫৮ পিএম


সংসদীয় কমিটির সভাপতি হলেন সাবেক রাষ্ট্রপতিপুত্র
প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। ফাইল ছবি

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের টানা চার বারের নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গঠিত এ কমিটিগুলোর মধ্যে পাঁচটিতে সাবেক মন্ত্রীরা সভাপতির দায়িত্ব পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদের আরও ১০টি কমিটি গঠন করা হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক একাদশ জাতীয় সংসদেও অত্যন্ত সুনামের সঙ্গে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের টানা চার বারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ১৯৬৯ সালের ২৭ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক সফল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে।

ইএইচ

Link copied!