Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪,

দীঘিতে ভেসে উঠল নারীর দেহ বিচ্ছিন্ন দুই পা

মো. বাবুল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া)

মো. বাবুল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া)

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৫:৫৪ পিএম


দীঘিতে ভেসে উঠল নারীর দেহ বিচ্ছিন্ন দুই পা
ছবি: আমার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেহ থেকে বিচ্ছিন্ন  দুই পা একটি দীঘির পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার বিটঘর গ্রামের উত্তরপাড়া দীঘি থেকে ভাসমান পা দুইটি উদ্ধার করে নবীনগর থানা  পুলিশ।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা দীঘিতে পা দুইটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুইটি উদ্ধার করে। উদ্ধার করা পা দুইটি কিছুদিন পূর্বে জেলা সদর থেকে উদ্ধার করা মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহের বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এআরএস

Link copied!