Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর সদর প্রতিনিধি

পিরোজপুর সদর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৭:৪৫ পিএম


পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহিত

শিক্ষাব্যবস্থাকে স্মার্ট করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নতশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের সকল স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা প্রদান কার্যক্রম ও শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে স্মার্ট করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ২নং কদমতলা ১৩নং বোর্ড পোরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মো. শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর সদর,  সবুজ কান্তি সিকদার সহকারী উপজেলা শিক্ষা অফিসার। এ সময় উপস্থিত ছিলেন, মো. কাজী রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগ, মো. হাফিজুর রহমান, মো. সাঈদ-উর রহমানসহ কদমতলা ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বীরেন্দুসহ বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেন।

এআরএস

Link copied!