Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৭:৩৭ পিএম


কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ জুম্মারপাড় শিবু কোন্টিরাম গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল হামিদ নামের এক কৃষকের জমির ভুট্টা গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকা।

সরেজমিনে শিবু কোন্টিরাম গ্রামের ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষি আব্দুল হামিদ জানান, কাউনিয়া উপজেলা কৃষি বিভাগ থেকে প্রণোদনা বীজ ও সার নিয়ে তার নিজস্ব ২ একর জমিতে ভুট্টা চাষ করেছেন। ভুট্টার ফলনও ভাল হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত মঙ্গলবার রাতে কেবা কারা শত্রুতাবশত প্রায় ১০ শতক জমির ভুট্টা কেটে বিনষ্ট করেছে।

বুধবার সকালে জমিতে গিয়ে দেখতে পাই ফলন ধরা গাছগুলো কে বা কারা কেটে মাটিতে শুইয়ে দিয়েছে। কেন এমন ক্ষতি করলো কিছুই বুঝতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ হাজার টাকা। আমি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ পারভীন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। কৃষককে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করার পরামর্শ দিয়েছি।

কাউনিয়া থানার ওসি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!