Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

প্রতিবন্ধী মধু হত্যা মামলার মূল আসামি রুবেল গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০২:২৮ পিএম


প্রতিবন্ধী মধু হত্যা মামলার মূল আসামি রুবেল গ্রেপ্তার

কিশোরগঞ্জের বাজিতপুরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী মধু হত্যা মামলার মূল আসামি রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি-রুবেল (২৫) বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আয়নারগোপ এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ মার্চ দুপুরে বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আয়নারগোপ এলাকার প্রতিবন্ধী মধুচন্দ্র দাসের সাথে তার প্রতিবেশী রুবেল গংদের সাথে পূর্ব বিরোধের জের ধরে মারামারি হয়।

রুবেল গং মধুচন্দ্র দাসের বাড়িতে আক্রমণ করে এবং মারধর করে। প্রতিবন্ধী মধুচন্দ্র দাস মারধরের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। 

এ ঘটনার বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে বাজিতপুর থানার একটি চৌকস দল, তথ্য প্রযুক্তির সহায়তায় মূল আসামি রুবেলকে মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে।

এ সময় তার দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বল্লম ও লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুবেল এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

বুধবার অভিযুক্ত প্রধান আসামি রুবেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এইচআর

Link copied!