Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

পেঁয়াজ বীজের সঙ্গে শত্রুতা, আদালতে মামলা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০২:২৭ পিএম


পেঁয়াজ বীজের সঙ্গে শত্রুতা, আদালতে মামলা

রাজশাহীর গোদাগাড়ীতে পেঁয়াজ বীজ ক্ষতিগ্রস্তের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল্লাহ বাদী হয়ে রাজশাহী আমলি আদালতে দুইজনকে আসামি করে মামলাটি করেন।

মামলার আসামিরা হচ্ছেন- আল মামুন (২৭) ও রফিকুল ইসলাম(৪৭)।

কৃষক আব্দুল্লাহ বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে পেঁয়াজ বীজ চাষ করে আসছি। জায়গা জমি নিয়ে আমার ভাই রফিকুলের সঙ্গে আমার দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে তার রফিকুল ও আল মামুন পরিকল্পিতভাবে পেঁয়াজ বীজের ক্ষতি করেছে।

থানার পরিদর্শক (তদন্ত) শম্ভু চন্দ্র মন্ডল বলেন, মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

ইএইচ

Link copied!