Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

আমার সংবাদে খবর প্রকাশের পর

ফটিকছড়িতে ফসলি জমির মাটি কাটার ৯ ড্রাম ট্রাক জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ১২:৩৬ পিএম


ফটিকছড়িতে ফসলি জমির মাটি কাটার ৯ ড্রাম ট্রাক জব্দ

দৈনিক আমার সংবাদে প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি-টিলা থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের সময় ৯টি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, কৃষিজমি, পুকুর, টিলা থেকে মাটি কেটে নিয়ে ইট ভাটায় সরবরাহের সময় এলাকাবাসীর সহযোগিতায় ৯ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। 

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, ভুজপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উল্লেখ্য, গত বুধবার (২৭ মার্চ) ‘ফটিকছড়িতে ইটভাটা ও বাড়ি নির্মাণে গিলে খাচ্ছে ফসলি জমির মাটি’ শিরোনামে আমার সংবাদে অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়।

এআরএস

Link copied!