Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৪:২২ পিএম


হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং
ছবি: আমার সংবাদ

কিশোরগঞ্জের হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ে নেমেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে হোসেনপুর উপজেলার প্রতিটি মুদির দোকানে নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে রমজান মাসে যাতে অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, ইন্সপেক্টর তদন্ত মো. টুটুল উদ্দিনসহ অন্যান্য অফিসার ও ফোর্সরা বাজার মনিটরিং করেন।

এ সময় বাজারে ফলের দোকান, মাংসের দোকান, মনোহারী দোকান, মুরগির দোকান, মাছের দোকান, শুঁটকি দোকানসহ নিত্যপণ্য দ্রব্যাদির বাজার মনিটরিং করেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন ওসি নাহিদ হাসান সুমন।

এআরএস

Link copied!