Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪,

বৃষ্টির জন্য হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৪, ১২:১৪ পিএম


বৃষ্টির জন্য হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

তীব্র তাপপ্রবাহে সারাদেশের জনজীবন বিপর্যস্ত। শরীয়তপুরেও চলছে দাবদাহ ও খরা। প্রতিদিন বেড়েই চলছে তাপমাত্রার পারদ। এমন তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মন্দিরে বিশেষ প্রার্থনা করেছেন হিন্দু ধর্মের অনুসারীরা।

সোমবার রাত ৮টায় শরীয়তপুর সদরের ধানুকা এলাকার মনসা বাড়ির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে এ প্রার্থনার আয়োজন করা হয়।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। এমন তীব্র গরম থেকে মুক্তির জন্য অগ্নিবীণা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় হিন্দু ধর্মের শতাধিক অনুসারীদের অংশগ্রহণে পুরোহিত শ্যামল চক্রবর্তী সকলের পাপ মোচন করে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন।

মন্দির কমিটির সভাপতি সমীর কিশোর জানান, প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বিশেষ পূজা আর্চনা হয়েছে। ভক্তগণ ভগবানের কাছে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

ইএইচ

Link copied!