Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪,

ইন্দুরকানীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ০৩:৫০ পিএম


ইন্দুরকানীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ

পিরোজপুরের ইন্দুরকানীতে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ। টানা কয়েক সপ্তাহ তীব্র তাপদাহ চলছে। তাপদাহের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহৃত হচ্ছে। নষ্ট হচ্ছে কৃষকদের ফসলি জমি। ফসলি জমি পানির অভাবে ফেটে যাচ্ছে।

অনেক কৃষক খালবিল বা নদীর পাশে থাকায় শ্যালোমেশিন দিয়ে কৃষি জমিতে পানি দেওয়ার চেষ্টা করেছেন। এ প্রচণ্ড রৌদ্রের কারণে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। তীব্র গরমে অতিষ্ঠ দিনমজুর, রিকশা-অটোচালক, শ্রমজীবী মেহেনতি মানুষেরা চরম বিপাকে পড়েছে।

একদিকে তীব্র তাপদাহ অন্যদিকে আবার লোডশেডিং। গরমের প্রচণ্ডতার মধ্যে বিদ্যুৎ না পাওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষ।

উপজেলা বিভিন্ন বাজারে রাস্তাঘাট ফাঁকা, বাজারে ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় থাকছেন।

এদিকে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে উপজেলা বিভিন্ন ইউনিয়নে ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় করেছেন। তীব্র তাপদাহের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে।

ইন্দুরকানী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মোহাম্মদ ইসলাম জানান, এ উপজেলায় বিদ্যুৎদের চাহিদা বেশি থাকায় এবং উৎপাদন কমের কারণে বিদ্যুৎ সার্ভিস দিতে একটু ব্যাহত হয়। ১৬ মেগাওয়াডে জায়গায় ৫ মেগাওয়াট দেওয়া হয়।

ইএইচ

Link copied!