community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ জুন, ২০২৪,

বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৭:৩১ পিএম


বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের শতাধিক গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ৬ বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার দুপুরে বাঘাইহাট অদিতি স্কুলের মাঠে বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাইরুল আমিন (পিএসসির) নির্দেশে এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় সেনা জোনের (ভারপ্রাপ্ত) উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খাঁনের উপস্থিতিতে রোগী দেখেন আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ (এএমসি)।

বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খাইরুল আমিন (পিএসসি) বলেন, এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ইএইচ

Link copied!