Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪,

মধুপুরে গারোবাজার ওনার্স অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সনদ বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৯, ২০২৪, ১১:৪২ পিএম


মধুপুরে গারোবাজার ওনার্স অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সনদ বিতরণ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।

সনদ বিতরণ অনুষ্ঠানে গারোবাজার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসির শিবেন্দ্র নারায়ণ গোপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মুহাম্মদ রেজাউল মনির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গারোবাজার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামীম-আল-মামুন।

এ সময় গারোবাজার ওনার্স অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!