Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪,

সিলেট মাজারে গিয়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০২:৩১ পিএম


সিলেট মাজারে গিয়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

সিলেট মাজার জিয়ারত করতে গিয়ে নিখোঁজ হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছাত্রলীগ নেতা সাজিদ আলআমিন (৩৪)।

নিখোঁজ সাজিদ আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের মৃত আলমাস মোল্লার ছেলে এবং আড়াইহাজার থানা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান কবিরের ছোট ভাই।

আড়াইহাজার থানা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাজাহান কবির জানান, তার ছোট ভাই সাজিদ আল আমিন বৃহস্পতিবার সকালে সিলেট মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৮টার পর থেকে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ৯টায় অন্য এক লোক ফোন ধরে। এরপর থেকে মোবাইল বন্ধ। এ ব্যাপারে আড়াইহাজার থানায় জিডি করা হয়েছে। তাছাড়া সিলেট হাসপাতাল, থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও সন্ধান মিলেনি।

আড়াইহাজার থানার ওসি আহসানউল্লাহ জানান, আমাদের থানা থেকে দেশের বিভিন্ন থানায় ওয়্যারলেস ম্যাসেজ প্রেরণ করা হয়েছে।

এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি আলআমিন মোল্লার সন্ধান পেলে এ মোবাইল নাম্বারে (০১৭৯৫৯৯৯৩৯৩) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবারের লোকজন।

ইএইচ

Link copied!