Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

নবীনগরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৪, ০৫:১৮ পিএম


নবীনগরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধের লক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনগণের জীবনের নিরাপত্তা বিধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের আটক ও হয়রানি না করার উদ্যোগ গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এতে সভাপতিত্ব করেন।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মোছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, ওসি মোহাম্মদ মাহাবুব আলম, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!