Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪,

গোয়ালন্দে কোটাবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৪, ০৭:৪০ পিএম


গোয়ালন্দে কোটাবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার বিকালে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিকালে গোয়ালন্দ পৌর জামতলা বাজারে প্রথমে জমায়েত হয়। পরে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে চত্বরে গিয়ে পথসভা করে কয়েকজন শিক্ষার্থী এসময় বক্তব্য রাখেন।

এরপর তারা মিছিল নিয়ে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠে যায়।

এ সময় তারা জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না। নানা ধরনের স্লোগান লেখা ফেস্টুন প্লা কার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করে স্লোগান দেয়।

এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থানে দেখা যায়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কলেজ মাঠে আলোচনাসভা ও সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে আগামীকাল রোববারের কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচিতে সকল ছাত্র সমাজকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এদিনের কর্মসূচি সম্পন্ন করে।

ইএইচ

Link copied!