Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

উলিপুরে ছাত্রশিবিরের বিজয় মিছিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৬:২৩ পিএম


উলিপুরে ছাত্রশিবিরের বিজয় মিছিল

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পলায়ন করায় জনতার বিজয়ে ইসলামী ছাত্রশিবিরের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা শাখার আয়োজনে গবা মোড় (জিরো পয়েন্ট) থেকে একটি বিজয় মিছিল শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং গবা মোড়েই সমবেত হয়ে সমাবেশে করে।

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, তবকপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়েত ইসলামির সাবেক সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন। এছাড়াও বর্তমানে দেশের মানুষের সম্পদ রক্ষাসহ সবাইকে হিন্দু ধর্মের মন্দির পাহারা দেয়ার আহ্বান জানান।

ইএইচ

Link copied!