Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

মহেশপুর সীমান্তে অবৈধ ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

আগস্ট ১৪, ২০২৪, ০৪:৪০ পিএম


মহেশপুর সীমান্তে অবৈধ ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত অবৈধভাবে প্রবেশের  অপরাধে ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

গ্রেপ্তারকৃত আসামি হলেন– ভারতীয় নাগরিক ও তামিল নাড়ুর (পুলিশ সদস্য)  এসএসআই (SSI)পি. জন সেলভারাজ (৫২)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক উক্ত ভারতীয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।পরে গত ১৩ জুন আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকে।

গত ১২ আগস্ট রাত ১১টার দিকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি‍‍`র সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।

১৩ আগস্ট (মঙ্গলবার) গ্রেপ্তারকৃত ভারতীয় পুলিশ সদস্য এর বিরুদ্ধে মামলা দায়ের করে  ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

পরে ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

বিআরইউ

Link copied!