Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

পূবাইলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বোর্ডে অভিযোগ

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৪:৪৪ পিএম


পূবাইলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বোর্ডে অভিযোগ

গাজীপুরে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করেছে শিক্ষার্থীদের অভিভাবকেরা।

গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডে অবস্থিত পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবি আক্তারের বিরুদ্ধে এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগপত্রটি বুধবার দুপুরে একই স্কুলের সাবেক শিক্ষার্থী ও অভিভাবক ফেরদৌস ব্যাপারী জমা দেন।

তিনি স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি স্কুল পরিচালনা করা যার দায়িত্ব। কিন্তু তিনিই কি না রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় আছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এরই মধ্যে গড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত।

তার আগে গত সোমবার গাজীপুর জেলা শিক্ষা অফিসে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ পত্র জমা দেয়া হয় অভিভাবকদের পক্ষ থেকে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. শাজাহান আমার সংবাদকে জানান- অভিযোগটি হাতে পেয়েছি এটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত কমিটি করে কমিটির রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!