Amar Sangbad
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪,

রাঙামাটিতে তহবিলের অর্থ প্রদান

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৪:২৮ পিএম


রাঙামাটিতে তহবিলের অর্থ প্রদান

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির মৃত সদস্যদের পরিবার এবং দুর্ঘটনাজনিত চিকিৎসা, মেয়ের বিয়ে, ছেলে-মেয়ে পরীক্ষার জন্য মৃত্যু তহবিল থেকে নগদ অর্থ প্রদান এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১১টায় রাঙামাটি চেম্বার অব কমার্সের হলরুমে এই নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোতাসেম বিল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ওমর ফারুক, রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে সমিতির মৃত সদস্য, মেয়ের বিয়ের, পড়ালেখা ও দুর্ঘটনা জনিত চিকিৎসা জন্য নগদ ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়া বন্যাদূর্গত প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!