ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

স্কুলের প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৬:২২ পিএম

স্কুলের প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব উমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ময়লা ফেলে পরিবেশ দূষণ এবং বিদ্যালয়ের জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার ১নং সিএন্ডবি বাজারের পূর্ব পাশে ওই বিদ্যালয়ের সামনে তারা মানববন্ধন করে।

বিদ্যালয়ের সামনে ময়লার দুর্গন্ধে নাক চেপে রাস্তায় চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসীর। স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবনকারী সোহাগ মিয়া বিদ্যালয়ের পতিত জমিতে দুর্গন্ধযুক্ত ময়লা ফেলে জমি জবর দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনার ডাস্টবিন তৈরি করে সেখানে ময়লা ফেলার দাবি জানান তারা।

বিদ্যালয়ের জমিদাতা নূরুল হক জানান, বিদ্যালয়ের সামনে সড়কের পশ্চিম পাশে স্থানীয় সোহাগ শ্রীপুর পৌরসভার ড্রেনের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা পিকআপ দিয়ে এনে ফেলে রাখে। ময়লার দুর্গন্ধে ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুফতি মাওলানা ফরহাদ হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা মোটেই ঠিক হচ্ছে না। আমরা না করা সত্ত্বেও দিনের বেলায় না ফেলে রাতের অন্ধকারে ময়লা ফেলে যায়। এতে ময়লার দুর্গন্ধে নিঃশ্বাস নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে মন চায় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন, শ্রেণি কক্ষের দরজা-জানালা বন্ধ করে ক্লাস করাতে হয়। গরমে দুর্গন্ধ এত বেশি তীব্র হয় যে বিদ্যালয়ে বসে থাকা যায় না। শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করেও দুর্গন্ধ আসে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ স্থানে ময়লা-আবর্জনা না ফেলার দাবি জানান।

শ্রীপুর পৌরসভার সচিব রফিকুল ইসলাম বলেন, সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ময়লা আবর্জনা না ফেলে এ জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ময়লার দুর্গন্ধে মানুষের রোগব্যাধিসহ শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে। শিশু-কিশোরদের ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়সহ বায়ুর মাধ্যমেও রোগ জীবাণু ছড়িয়ে স্বাস্থ্য ঝুঁকি থাকে।

অভিযুক্ত সোহাগ মিয়া বলেন, ময়লার উপরে বালি ফেলে দেব যেন দুর্গন্ধ না ছড়ায় এবং জমি মেপে বুঝিয়ে দিলে আমি আমার জমি ভোগদখল করব।

ইএইচ

Link copied!