Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

ফুলবাড়ীতে হযরত মুহাম্মাদ (সা.)কে কটূক্তি ও প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৮:১২ পিএম


ফুলবাড়ীতে হযরত মুহাম্মাদ (সা.)কে কটূক্তি ও  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মুক্তির মহামানব হযরত মুহাম্মাদ (সা.) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ফুলবাড়ী উপজেলার সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদ।

সোমবার ৩০ সেপ্টেম্বর বাদ আছর কুড়িগ্রামের ফুলবাড়ীতে সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলার কাচারি মাঠ হতে হতে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোরে এসে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদের অন্যতম সদস্য আমীর হামজা, সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা আব্দুর রহমান। বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন, সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল।এ সময় হাজারো তৌহিদী মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, প্রিয় নবীকে কটুক্তিকারীর ফাঁসির দাবি জানানোসহ বাংলাদেশের সকল ভারতীয় পণ্যেকে বয়কট ঘোষণা করেন।

Link copied!