Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪,

প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি: এবার উপজেলা পরিষদের সিএ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৭, ২০২৪, ১১:৫৭ পিএম


প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি: এবার উপজেলা পরিষদের সিএ বরখাস্ত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক সহকারী (সিএ, গোপনীয় শাখা) এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম’ এই শিরোনামে দেশের অন্যতম শীর্ষ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এ নিয়ে প্রথম আলোর ফেসবুক পেজে অনলাইন পোর্টালের সংবাদের লিংক পোস্টের কমেন্টবক্সে এসএম মনিরুজ্জামান বিরূপ মন্তব্য করেন।

মনিরুজ্জামান লিখেন ‘‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিলো এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)’’।

বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে এলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে কর্মরত ছিলেন।

ইএইচ

Link copied!