Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

ধর্মপাশায় ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ সভা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৪, ০১:৪৯ পিএম


ধর্মপাশায় ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান এর সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাল মাসুদ তুষার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল রহমান, সমাজসেবা অফিসার মো. গিয়াসউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার উৎপল কুমার সরকার, মহিলা বিষয়ক অফিসার ফাহিমা খানম, নির্বাচন অফিসার মনজুরুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বিআরডিবি অফিসার শ্যামল দত্ত, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মজুমদার, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!