Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটিতে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি প্রতিনিধি:

নভেম্বর ২৬, ২০২৪, ০৬:০৩ পিএম


রাঙামাটিতে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা

রাঙামাটিতে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভার উদ্যোগে ও চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে সহযোগিতায় এ চিকিৎসা সেবা উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

এসময় রাঙামাটি পৌর প্রশাসক নাসরীন সুলতানার সভাপতিত্বে, রাঙ্গামাটি জেলা সিভিল সার্ভিস নূয়েন খীসা, চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. তারিক বিন আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চিকিৎসা সেবাই ছিল হাইট এন্ড ওয়েট, ব্লাড প্রেসার, ব্লাড সুগার চেক, অক্সিজেন স্যাচুরেশন, ইসিজি ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। এসময় রাঙামাটি পৌর শহরের প্রায় ৩০০জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রাঙামাটি পৌর প্রশাসক নাসরিন সুলতানা বলেন, রাঙামাটির দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে এ আয়োজন করা হয়েছে। রোগীদের অভিজ্ঞ চিকিৎসক ধারা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। পৌরসভার এ ধরনে কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

বিআরইউ
 

Link copied!