ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শহীদ এনামুল হক লালুর ‘খুনীদের বিচার’ দাবি করলো ছাত্রশিবির

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

জানুয়ারি ৫, ২০২৫, ০৮:১৯ পিএম

শহীদ এনামুল হক লালুর ‘খুনীদের বিচার’ দাবি করলো ছাত্রশিবির

২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের পাতানো নির্বাচনের প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর পুলিশের বর্বর হামলায় শাহাদাত বরণকারী শিবিরকর্মী শহীদ এনামুল হক লালুর ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছে ছাত্রশিবির।

রোববার (৫ জানুয়ারি) লেহাগাড়ার বড় হাতিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানিয়েছে।

এতে সভাপতিত্ব করেন, সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।

বড়হাতিয়া আদর্শ থানা শাখার সভাপতি দিল মুহাম্মদের সঞ্চালনায় কর্মসূচীর উদ্বোধন করেন শহীদের গর্বিত পিতা জনাব কামাল উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমির জনাব অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবদী।

আরো বক্তব্য রাখেন, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিন, জেলা দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক ইয়াছিন আরফাত, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শিবিরের ২০১ তম শহীদ এনামুল হক লালুর সংগ্রামী জীবন ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা এনামুল হক লালু হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, শহীদ এনামুল হক লালু ছিলেন এক আদর্শবান, সাহসী এবং ইসলামী আন্দোলনের প্রতি গভীরভাবে নিবেদিত এক কর্মী। তার শাহাদাত ইসলামী আন্দোলনের পথে কাজ করা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, শহীদ লালু ভাই ইসলামী আন্দোলনের যে বীজ বপন করেছেন, তা আজও শিবিরের জনশক্তিদের মাঝে অনুপ্রেরণা হিসেবে বেঁচে আছে। তার আত্মত্যাগের শিক্ষা হলো সাহস, ধৈর্য এবং আদর্শের প্রতি অবিচল থাকা।

সভায় শহীদ লালুসহ ইসলামী আন্দোলনের সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তারা ছাত্রশিবিরের সকল কর্মীকে শহীদ লালুর মত ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামের আলো ছড়িয়ে দিতে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, শহীদ এনামুল হক লালু ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের ভোটারবিহীন নির্বাচনের প্রতিবাদ করতে গিয়ে পুলিশ ও আওয়ামী হায়েনার হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তার এই শাহাদাত আমাদের মনে ত্যাগ ও সাহসের শিক্ষা দিয়ে গেছে, যা ছাত্রশিবিরের পথচলাকে আরও গতিশীল করবে।
তারা অবিলম্বে শহীদ এনামুল হক লালুর খুনীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

বিআরইউ

Link copied!