ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ১২:৩৯ পিএম

মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মেধাবৃত্তি হিসেবে বিতরণ করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মেধা মেধাবৃত্তির টাকা বিতরণ করা হয়।

মেধারক্রম অনুসারে এসএসসিতে ভালো ফলাফলের জন্য একাদশ শ্রেণি ও কলেজের আভ্যন্তরীণ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরকে এই বৃত্তি দেয়া হয়। এই মেধাবৃত্তি প্রদান প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরার প্রথম ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনর প্রতিষ্ঠাতা আলহাজ্বব কামাল উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‍‍`মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন’র প্রধান পৃষ্ঠপোষক মহফুজা খাতুন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম শাহীন।

এ সময় মনোয়ারা বেগম মহিলা কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

মেধাবৃত্তিপ্রাপ্তরা হলেন, একাদশ শ্রেণির ছাত্রী জয়তুন নেছা, বৈশাখি চক্রবর্তি, তিশা মনি। দ্বাদশ শ্রেণির ছাত্রী- তাসফিয়া নিশাদ অর্পি, আমেনা বেগম শান্তা, মারিয়া জাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনোয়ারা বেগম মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হান্নান, বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জুরান চন্দ্র মজুমদার। ছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্রী তাসফিয়া নিশাদ অর্পি।

এ সময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্রী অভিভাবক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!