ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

জলঢাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০৪:২৪ পিএম

জলঢাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে জলঢাকা-ডালিয়া রোডস্থ মন্তেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে বুধবার সকালে মন্তেরডাঙ্গা নামক স্থানে বুড়িমারীগামী একটি ট্রাকের সাথে ৭ জন যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আব্দুস সালাম (৬৩) নামে এক যাত্রী নিহত হয় এবং অটো চালকসহ বাকি যাত্রীরা গুরুতর আহত হন।

নিহত আব্দুস সালাম গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর চৈতান্নাঘাট এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

এ সময় ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটক করেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় অটোচালক রনি ইসলামকে (১৮) ও বাকি যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

চালক রনি ও যাত্রী আব্দুল গফফারের শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দুপুর ১২টায় মৃত্যুবরণ করেন রনি ইসলাম।

রনি জলঢাকা পৌর শহরের কাজিরহাট এলাকার হালিমুর রহমানের ছেলে। আহত বাকি যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ড্রাইভার কারিমুল ইসলামকে (২৩) আটক করে এবং ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২৪৪৩২৭) জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আরজু মো সাজ্জাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইএইচ

Link copied!