ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পত্নীতলায় শিক্ষা অফিসারকে কলেজ শিক্ষকের হুমকি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:৪৪ পিএম

পত্নীতলায় শিক্ষা অফিসারকে কলেজ শিক্ষকের হুমকি

নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে।

এ ঘটনায় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে কল রেকর্ডে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুকে বলতে শোনা যায়, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্যাডার। আমার নাম নজরুল ইসলাম বাচ্চু। আমি কিন্তু ওই রাজপথের লড়াকু সৈনিক। এরশাদ আন্দোলনে আমি অগ্রণী ভূমিকার আমি একজন। মানে সেইরকম ক্যাডার ছিলাম আমি। আপনি জানেন আমার তারেক রহমানের সাথে কি সম্পর্ক জানেন। আমি থাকলে আপনার চেহারা ফাটফাট করে দিতাম। যাবো নাকি আপনার অফিসে।’

এ বিষয়ে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজে আমি ল্যাব দেখতে গেয়েছিলাম। তারপরে ল্যাবের রিপোর্ট পাঠিয়ে দিয়েছিলাম ডিরেক্টর মহোদয়ের নির্দেশে। ল্যাব দেখে আসার পরে ওই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নজরুল ইসলাম বাচ্চু আমাকে ফোন করে  হুমকি দেয়। এর আগেও আমাকে হুমকি দিয়েছে। তিনি ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছে। এই শেষ বয়সে এসে আমাকে এইভাবে কেউ অপমান করলো বিষয়টা আসলেই দুঃখজনক। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানাবো।’

এ বিষয়ে জানতে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুর মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগটি স্বীকার করে বলেন, ‘আমার সাথে শিক্ষা অফিসারের ফোনে কথা বলা হয়েছিল।’

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইএইচ

Link copied!