ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নির্মাণসামগ্রীতে দখল স্কুল মাঠ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:১৯ পিএম

নির্মাণসামগ্রীতে দখল স্কুল মাঠ

নীলফামারীর জলঢাকায় গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাখা হয়েছে রাস্তা নির্মাণ সামগ্রী।

প্রায় এক মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই মাঠে বালু ও ইটের খোয়া ফেলে রেখেছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং স্কুল যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে।

জানা গেছে, জেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দেড় কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। কাজটি পেয়েছে নীলফামারীর মেসার্স হুমায়ুন কবীর ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজ শুরুর পর থেকে স্কুল মাঠেই নির্মাণসামগ্রী রেখে দিয়েছে ঠিকাদাররা।

ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাহিম বলেন, "আমাদের স্কুল মাঠে ইট ও বালু রাখার কারণে আমরা এখন আগের মতো খেলতে পারি না। স্কুলে আসার সময়ও বালু ও ইটের ওপর দিয়ে হাঁটতে হয়।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার বলেন, "আমাকে না জানিয়েই স্কুল বন্ধের দিনে ঠিকাদারের লোকজন মাঠে ইট ও বালু রেখে গেছে। স্কুল খোলার পর দেখতে পেয়ে নির্মাণসামগ্রী সরানোর জন্য চাপ দিলেও তারা সরাচ্ছে না। ফলে শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না।"

ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রানা হোসেন বলেন, "স্কুল মাঠে নির্মাণসামগ্রী রাখার কোনো নিয়ম নেই। তবে আমরা কয়েক দিনের মধ্যেই সব নির্মাণসামগ্রী সরিয়ে নেবো।"

উপজেলা নির্বাহী প্রকৌশলী তারিকুজ্জামান বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, "সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে স্কুল মাঠে নির্মাণসামগ্রী রাখার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ

Link copied!