ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রাবিপ্রবিতে মাস্টার প্ল্যানের কাজ শুরু

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:০৯ পিএম

রাবিপ্রবিতে মাস্টার প্ল্যানের কাজ শুরু

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত) এর অধীনে একাডেমিক ভবন-১ এবং প্রশাসনিক ভবন-১ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাবিপ্রবি‍‍`র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

এরপর তিনি উপস্থিত সবাইকে ফুল দিয়ে আনুষ্ঠানিকতার শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আজকে আমরা ভীষণ উদ্বেলিত কারণ আমরা যে প্রত্যাশার উপর দাঁড়িয়ে আছি তার বাস্তবায়ন শুরু হলো। আপনারা আমাদের কাজগুলোকে ইতিবাচকতার সাথে পাহাড়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন; কারণ এ অঞ্চলের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে এটির উন্নয়ন নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও কাম্য। কাজ করলে ভুল হতেই পারে; আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করে নিশ্চয়ই উন্নয়নের দিকে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, একটু একটু করে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আমরা ৪টি বিল্ডিংয়ের মধ্যে আজ প্রশাসনিক ও একাডেমিক বিল্ডিং উদ্বোধন করলাম। যা আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে আশা করছি এবং আগামী মাসে আরও দুটি বিল্ডিং (ছাত্র হল ও ছাত্রী হল) এর উদ্বোধন হবে। এ ৪টি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। পাহাড়ের শান্তিপ্রিয় জনসাধারণ যেন এ বিশ্ববিদ্যালয়ের সুফল পায়, তার জন্য আমাদের সকলের একযোগে কাজ করে যেতে হবে, এমন আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আজকের এ স্থাপনাসমূহের উদ্বোধন আমাদেরকে ও এ অঞ্চলের উচ্চ শিক্ষাকে এগিয়ে নেবে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে এবং এ অঞ্চলের সুফল বয়ে আনবে।

এছাড়া তিনি সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শেলটেক প্রাইভেট লি., ঠিকাদার প্রতিষ্ঠান ও রাবিপ্রবি’র পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস, প্রকৌশল দপ্তরসহ সকলের সহযোগিতা কামনা করেন এবং যারা এ প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম ও মেধা দিয়ে জড়িত ছিলেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির টীম লিডার মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!