ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

‘ফুল ফাগুনের মেলা‍‍’ ও ‍‍‘ডাহুক পাখি ডাকে‍‍’ মোড়ক উন্মোচন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:২২ পিএম

‘ফুল ফাগুনের মেলা‍‍’ ও ‍‍‘ডাহুক পাখি ডাকে‍‍’ মোড়ক উন্মোচন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা, শিক্ষক ও একাধিক গ্রন্থপ্রণেতা কবি অজয় রায় রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অমর একুশে বইমেলায় প্রকাশিত ‍‍`ফুল ফাগুনের মেলা‍‍` ও ‍‍`ডাহুক পাখি ডাকে‍‍`—দুটি বই ২৫ ফেব্রুয়ারি, বুধবার বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি, লেখক, গবেষক, সাহিত্যিক ও সম্পাদক, বহুগ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক কবি, লেখক, গবেষক, সাহিত্যিক, অধ্যাপক ও সম্পাদক গ্রন্থ উন্মোচন মঞ্চে উপস্থিত ছিলেন।

কিশোর-কিশোরীদের জন্য রচিত এই বই দুটি গ্রামবাংলার প্রকৃতি, হাওর, নদী, ফুল, পাখি, মাছ, দেশপ্রেম, সমাজচিত্র, ভাষা, স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য সংকলন। বই দুটির গুণগত মান, অলংকরণ, ছন্দ ও অন্ত্যমিলের ব্যবহার কবিতার অন্তর্নিহিত ভাবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সব বয়সের পাঠকের জন্য বই দুটি উপভোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন একাধিক লেখক।

বই দুটি প্রকাশ করেছে সিলেটের গাঙুড় প্রকাশন এবং প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বাংলাদেশের বরেণ্য প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।

‍‍`ফুল ফাগুনের মেলা‍‍` ও ‍‍`ডাহুক পাখি ডাকে‍‍` গ্রন্থপ্রণেতা অজয় রায় পেশায় একজন শিক্ষক। তিনি ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য পদকেও ভূষিত হয়েছেন।

তাঁর রচিত গ্রন্থগুলোর মধ্যে—
‍‍`হাওরকন্যা‍‍`

‍‍`পাহাড়ি ঢল‍‍`

‍‍`ফিরে এলো না‍‍`

‍‍`ভাষার মাসে ফাগুন আসে‍‍`

‍‍`আমিও অন্য গ্রহের কেউ নই‍‍`

বইগুলো পাঠকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে।

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় ‍‍`ফুল ফাগুনের মেলা‍‍` ও ‍‍`ডাহুক পাখি ডাকে‍‍` প্রকাশের পর লেখক অজয় রায় বই দুটির বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি দেশ টিভির লাইভ প্রোগ্রাম ‘ফাগুনের মলাট’, চ্যানেল আই-এর ‘বইমেলায় সরাসরি’, ডিবিসি টিভির ‘বইমেলা থেকে’ এবং বিডিসি বঙ্গ নিউজ ‘বইমেলা লাইভ’ প্রোগ্রামে অংশ নিয়ে বইগুলোর বিষয়বস্তু ও পাঠকদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন।

ইএইচ

Link copied!