ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কালিহাতী প্রেসক্লাবে হামলা-ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৬:২২ পিএম

কালিহাতী প্রেসক্লাবে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতীতে দুস্কৃতিকারীরা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

এ সময় প্রেসক্লাবে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত এবং সাধারণ সম্পাদক মুশফিকুর মিল্টন।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি জাকমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন—এরা হলেন রশীদ আহম্মেদ আব্বাসী, রঞ্জন কৃষ্ণ পন্ডিত, তারেক আহমেদ ও দাস পবিত্র।

এর মধ্যে রঞ্জন কৃষ্ণ পন্ডিত ৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় হন দাস পবিত্র, তৃতীয় হন রশীদ আহমেদ আব্বাসী ও চতুর্থ হন তারেক আহমেদ।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুশফিকুর মিল্টন, বাদশা মিয়া ও সুমন ঘোষ। এদের মধ্যে মুশফিকুর মিল্টন বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এরপর থেকেই পরাজিত প্রার্থীদের মধ্যে শুরু হয় নানা ষড়যন্ত্র, গড়ে তোলেন রিপোর্টার্স ইউনিটি নামে একটি সংগঠন। সম্প্রতি কালিহাতী প্রেসক্লাবে বিএনপির এক নেতা মতবিনিয়ন করলে, প্রেসক্লাব নিয়ে পরাজিতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটুক্তি করেন এবং অনলাইনে সংবাদ প্রকাশ করেন যা প্রেসক্লাবের সংবিধান পরিপন্থি। এর প্রেক্ষিতে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রশীদ আহম্মেদ আব্বাসী, আনিছুর রহমান শেলী ও মিজানুর রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেন। তারা নোটিশের কোন প্রকার জবাব না দিয়ে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে নিয়ে নানা অকথ্য বাক্য প্রদান করেন।

পরপর তিনটি নোটিশের জবাব না দেওয়ায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়। এই আক্রোশে স্থানীয় বিএনপির নেতাদের ভুল বুঝিয়ে এবং কালিহাতী যুবদলের বহিস্কৃত নেতা সাবেক পৌর মেয়র আ. জব্বারের ছেলে রফিকের নেতৃত্বে বুধবার সকালে উপজেলার গ্রন্থাগারে ২য় তলায় অবস্থিত প্রেসক্লাবের তালা ভেঙে ফেলা হয়। এসময় দুস্কৃতিকারীরা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ টাকা লুট করে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আউলিয়াবাদের বিতর্কিত সাংবাদকিরা কিছু বখাটে ও নেশাখোর লোকদের সাথে নিয়ে এসে প্রেসক্লাবের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে নেশাখোর ছেলেরা প্রেসক্লাবের মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর মিল্টন জানান, খবর পেয়ে দ্রুত প্রেসক্লাবে গিয়ে দেখি তালা ভাঙা। ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো এবং প্রায় ৪৪ হাজার টাকা লুট হয়েছে।

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত জানান, প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র তাদের পরাজিত হওয়ার পর থেকেই। সম্প্রতি তাদের সদস্যপদ স্থগিত করার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বুধবার সকালে স্থানীয় নেশাখোর ছেলেদের নিয়ে রশীদ আব্বাসী, মনিরুজ্জামান মতিনের নেতৃত্বে প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!