Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫,

কালীগঞ্জ স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জ প্রতিনিধি

মার্চ ১০, ২০২৫, ১১:৪৯ এএম


কালীগঞ্জ স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

গাজীপুরের কালীগঞ্জে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায়।

বিষয়টির সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের স্বপন দেবনাথ মাস্টারের বোন চঞ্চলা দেবনাথ স্বামী মৃত্যুর পর একমাত্র কন্যা শ্রাবনীকে নিয়ে ১০ বছর আগে পিত্রালয়ে চলে আসেন। তিন বছর আগে শ্রাবনী (২৫) দেবনাথের বিয়ে হয় গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী লিটন দেবনাথের সঙ্গে। তাদের সংসারে ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

শ্রাবনী দেবনাথ কিছুদিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।

রোববার দুপুরে তিনি মোবাইল ফোনে স্বামীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। ফোনে তাদের মধ্যে মনোমালিন্য হলে, শ্রাবনী ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শ্রাবনীর মামা স্বপন দেবনাথ বলেন, “দুপুরে কিছু শিক্ষার্থী আমার কাছে পড়তে আসে। পড়ানো শেষ করার পর আমি শ্রাবনীকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলতে দেখি। কিছুক্ষণ পর আমার মেয়ে আমাকে জানায় যে, শ্রাবনী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি দ্রুত ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখি শ্রাবনী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। আমি তাকে নিচে নামিয়ে স্থানীয় ডাক্তারকে ডাকি, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!