ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

‘ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই’

এস.এম. পারভেজ, ঝালকাঠি

এস.এম. পারভেজ, ঝালকাঠি

মার্চ ১৭, ২০২৫, ০৪:২৩ পিএম

‘ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই’

বিগত জুলাই বিপ্লবে শহীদ সেলিম তালুকদারের কন্যা রোজাকে দেখতে এসে ঝালকাঠিতে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, সেলিম তালুকদারের জন্ম রমজান মাসে হওয়ায় তার আরেকটি নাম রয়েছে ‍‍`রমজান‍‍`। ফার্সি ভাষায় রমজান শব্দের অর্থ হলো ‍‍`সাওম‍‍` বা ‍‍`সিয়াম‍‍`, যা কুরআনের ভাষায় রোজা।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সেলিম তালুকদারের সন্তান রোজা এখন থেকে ‍‍`সাইমা সেলিম রোজা‍‍` নামেই পরিচিত হবে।

বলেন, শহীদের সন্তান হিসেবে রোজা মর্যাদার সাথে বড় হবে, ইনশাআল্লাহ। শহীদ সেলিম তালুকদার দেশের জন্য নিজের জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন, সুতরাং রোজাও তার বাবার অনুসরণে ভালো মানুষ ও দেশপ্রেমিক হবে। আল্লাহ যেন তাকে জাতির খেদমতে উপযুক্ত করে গড়ে তোলেন।

শহীদ সেলিম তালুকদারের মৃত্যুর সাত মাস পর কন্যা রোজার জন্ম হয় এবং সেই শিশুটি আজীবন বাবার ভালোবাসা ও মমতা থেকে বঞ্চিত হয়েছে। যারা সেলিম তালুকদারকে হত্যা করেছে এবং পুরো একটি পরিবারকে বিপদে ফেলে দিয়েছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে বক্তৃতা করেন জামায়াতের আমীর।

তিনি বলেন, বাংলাদেশ পেনাল কোডে যে ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, আমরা সেই সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় যারা অপরাধে জড়িত ছিলেন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

পথসভায় ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আ. জব্বার, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান হোসেন তালুকদার, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভা শেষে সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের পিত্রালয়ে গিয়ে নবজাতক রোজাকে কোলে নিয়ে আদোর করেন ডা. শফিকুর রহমান।

এ সময় তিনি রোজার সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি পুরো পরিবারের পাশে জামায়াত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

ইএইচ

Link copied!