Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫,

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৩, ২০২৫, ১২:২৯ পিএম


বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করেছেন।

রোববার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে শ্রমিকরা অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে যৌথবাহিনীর অনুরোধে সকাল ৯টায় তারা মহাসড়ক ত্যাগ করে কারখানার সামনে অবস্থান নেন।

জানা গেছে, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কর্মরত আছেন। গত ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের জন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে চার ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করেন এবং ২০ মার্চ কিছু বেতন পরিশোধ করা হয়।

সকালে শ্রমিকরা আবারো বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা সকাল ৭টায় হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে যৌথবাহিনী তাদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিয়ে আসে। শ্রমিকরা এখন সেখানে অবস্থান করছেন।

স্বর্ণালী বেগম নামে এক শ্রমিক জানান, "ঈদ চলে আসছে, অথচ আমাদের বেতন আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা, কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না।"

শ্রমিক শারমিন আক্তার বলেন, "১১ মার্চ বেতনের জন্য মহাসড়ক অবরোধ করার পর ২০ মার্চ কিছু শ্রমিককে বেতন দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষ কোনো চেষ্টা করেনি।"

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, "ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন, তবে এখন তারা কারখানার সামনে অবস্থান করছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"

ইএইচ

Link copied!