ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কটিয়াদীতে স্কুল কমিটির বিরোধে সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০১:১০ পিএম

কটিয়াদীতে স্কুল কমিটির বিরোধে সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আশিক খাঁ (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে চলমান কমিটি সংক্রান্ত মিটিংয়ের সময় এ ঘটনা ঘটে।

নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের বাসিন্দা আরব আলী খাঁর ছেলে এবং মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তিনি কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন ও কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি, সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আশিক খাঁসহ দশজন আহত হন।

আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কটিয়াদী উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নিহত আশিকের মৃতদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা কটিয়াদী মডেল থানার সামনে গিয়ে হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, "এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা অপরাধী। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"

নিহতের চাচা মহিউদ্দিন খাঁ বলেন, "এডভোকেট নজরুলের নেতৃত্বে আমাদের ওপর এই হামলা হয়েছে। আমি নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি আমার ভাতিজা আশিক খাঁ হত্যার সঙ্গে জড়িত নজরুল গ্যাংকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"

নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন। নিহতের মা রিতা বেগম বলেন, "আমার ছেলেকে যারা মেরেছে, তাদের বিচার চাই। কিন্তু মামলা করলেও টাকার বিনিময়ে বিচার পাওয়া যায় না।"

হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন বলেন, "স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আশিক নামের একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ

Link copied!