ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

‘জিসিসির ঈমাম-খতিবদের ঈদ বোনাস ও মাসিক ভাতা বন্ধ করা ঠিক হয়নি’

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৫, ১২:৪৬ পিএম

‘জিসিসির ঈমাম-খতিবদের ঈদ বোনাস ও মাসিক ভাতা বন্ধ করা ঠিক হয়নি’

নাগরিক সংগঠন সুসাশনের জন্য নাগরিক ‍‍`সুজন‍‍` এর সদস্য ও বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান বিকি বলেছেন, গাজীপুর মহানগরে ঈমাম-খতিবদের ঈদ বোনাস ও মাসিক ভাতা বন্ধ করা সিটি করপোরেশনের জন্য ঠিক হয়নি।

বলেন, "ন্যায্য মূল্যে ৫০০ টাকা কেজি গরুর গোশত বিক্রি করা নাগরিকদের জন্য এক ধরনের উপহাস হয়ে দাঁড়িয়েছে। সারাদিন রোজা রেখে অসহায় মানুষের জন্য এই গোসত কেজি ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা গাজীপুর নগরবাসীর সঙ্গে যায় না।"

তিনি আরও বলেন, "পূবাইলের একমাত্র খোরাইদ বেদে পল্লীতে ঈদ সহায়তা প্রদান করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, তবে তা এবার উপেক্ষিত হয়েছে।"

গাজীপুর মহানগর এবং পুরো বাংলাদেশে ঈদ আনন্দ গরিব ও অসহায় মানুষের ঘরে পৌঁছে দিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "অন্যথায় স্থানীয় সরকারের অধীনে নির্বাচিত ফ্যাসিস্ট বিরোধীদের মতো গরিবদের মধ্যে ঈদ বৈষম্য তৈরি হবে।"

গাজীপুর মহানগরের পূবাইলের কুদাব এলাকায় নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বিকি আরও বলেন, "যারা নৌকা প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন, তারা সারা বাংলাদেশে বহাল তবিয়তে আছেন। কিন্তু দেশের ১২টি সিটি করপোরেশনের নির্বাচিত সবাইকে অপসারণ করা হয়েছে।" তিনি আরও বলেন, "ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে যারা হাসিনার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে লড়াই করেছেন, তাদের পুনর্বহাল করা এবং বৈষম্যের অবসান করা জরুরি হয়ে পড়েছে।"

এছাড়া তিনি বলেন, "সুসাশনের জন্য সুশীল, সামাজিকভাবে সৎ, শিক্ষিত এবং গ্রহণযোগ্য নাগরিকদের শূন্যপদে ফ্যাসিবাদের দোসরদের স্থলাভিষিক্ত করা এখন সময়ের দাবি।" তিনি স্থানীয় সরকার প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করতে এবং স্থানীয় সরকারের ব্যবস্থায় অচলতা ও স্থবিরতা কাটানোর তাগিদ দেন।

ইএইচ

Link copied!